Ajker Patrika

বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে আহত করার অভিযোগ ছেলের বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা-বাবাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তাঁর ছেলে ও নাতীদের বিরুদ্ধে। গতকার মঙ্গলবার বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউপির আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। তাঁদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে আহতের ছোট ছেলে মধুসুদন হাওলাদার বাদী হয়ে অভিযুক্ত মেঝ ভাই গোবিন্দ হাওলাদারসহ চার জনের নামে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

হাসপাতালের শয্যায় ভুক্তভোগী বৃদ্ধ জানান, ঘটনার সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁকে পিটিয়ে জখম করে ছেলে গোবিন্দ হাওলাদার ও তাঁর সন্তানেরা। এ সময় ছেলে মধুসুদন হাওলাদার ও তাঁর স্ত্রী উষা রানী বাঁধা দিলে তাঁদেরও পিটিয়ে রক্তাক্ত জখম করে তাঁরা।

এ বিষয়ে অভিযুক্ত গোবিন্দ  হাওলাদার জানান, ‘উনি (বৃদ্ধ) আমার বাবা কি না, তাইতো আমি জানিনা। মারামারির সময় আমি ছিলাম না।’ 

কলাপাড়া থানার ওসি মো.জমিস বলেন, ‘এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত