Ajker Patrika

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে হবে নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ১১: ১০
ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে হবে নববর্ষ উদযাপন

গত বছরের মত এ বছরও হচ্ছে না নববর্ষের ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলা নববর্ষ আয়োজনের ক্ষেত্রে জনসমাগম না করার নির্দেশনা দিয়েছে সরকার। অনলাইন ও ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে নানান অনুষ্ঠান আয়োজনের সুপারিশ করা হয়েছে।

বুধবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব আ স ম হাসান আল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয়।

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে চিঠিতে বলা হয়, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারি করা নির্দেশনা অনুসরণপূর্বক জনসমাগম হয় এমন অনুষ্ঠান পরিহার করে সম্ভব হলে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠান আয়োজনের জন্য অনুরোধ জানানো হলো। কোনও অবস্থাতেই জনসমাগম করা যাবেনা।

উপসচিব আ স ম হাসান আল মানুনের আজকের পত্রিকাকে বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নববর্ষের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে জনসমাগম না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গল শোভাযাত্রা বা অন্যান্য বড় আয়োজন এবারো হবে না। অনলাইন ও ভার্চ্যুয়াল মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এবার নববর্ষ পালন করার সুপারিশ করা হয়েছে।

করোনার কারণে গতবছরও ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়নি। এবছরও অনুষ্ঠিত হচ্ছে না বর্ষবরণের সবচেয়ে বড় এই আয়োজনসমূহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত