বিনোদন প্রতিবেদক, ঢাকা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একক নাটকের পাশাপাশি অভিনয় করেছেন ‘রমিজের আয়না’, ‘গুলশান এভিনিউ’, ‘কবি’, ‘কাগজের ঘর’-এর মতো ধারাবাহিকে। দীর্ঘদিন পর আবার প্রচারে আসছে অপূর্ব অভিনীত ধারাবাহিক নাটক।
নাম ‘নীল ঘূর্ণি’। পাঁচ বছর আগে শুটিং শেষ করা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে আছেন জাকিয়া বারী মম। ১৪ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। শোনা যায়, সে নাকি কক্সবাজারে গা ঢাকা দিয়েছে। এদিকে অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। বাদলের প্রতিপক্ষ রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
অপূর্ব বলেন, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। ওটিটি ও খণ্ড নাটকের কাজ নিয়েই ব্যস্ততা বেড়েছে। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। খুব সুন্দরভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন তিনি।’
নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব, মমসহ আরও যাঁরা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাঁদের চরিত্রে যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’
শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। একক নাটকের পাশাপাশি অভিনয় করেছেন ‘রমিজের আয়না’, ‘গুলশান এভিনিউ’, ‘কবি’, ‘কাগজের ঘর’-এর মতো ধারাবাহিকে। দীর্ঘদিন পর আবার প্রচারে আসছে অপূর্ব অভিনীত ধারাবাহিক নাটক।
নাম ‘নীল ঘূর্ণি’। পাঁচ বছর আগে শুটিং শেষ করা ধারাবাহিকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অপূর্বর বিপরীতে আছেন জাকিয়া বারী মম। ১৪ আগস্ট থেকে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ১০টায় আরটিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটি।
গল্পে দেখা যাবে, আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত ডন বাদল। সম্প্রতি সে তার পার্টনার আয়ানকে খুন করে বিশ্বাসঘাতকতার দায়ে। তাকে একদিকে খুঁজছে আয়ানের লোক, অন্যদিকে খুঁজছে পুলিশ। শোনা যায়, সে নাকি কক্সবাজারে গা ঢাকা দিয়েছে। এদিকে অনিক ও স্পর্শী হানিমুনে এসেছে কক্সবাজার। বাদলের প্রতিপক্ষ রইসের লোকেরা অনিককে বাদল ভেবে ধরে নিয়ে যায়। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
অপূর্ব বলেন, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। ওটিটি ও খণ্ড নাটকের কাজ নিয়েই ব্যস্ততা বেড়েছে। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। খুব সুন্দরভাবে গল্পটি ফুটিয়ে তুলেছেন তিনি।’
নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘অপূর্ব, মমসহ আরও যাঁরা এই ধারাবাহিকে অভিনয় করেছেন, প্রত্যেকেই তাঁদের চরিত্রে যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’
শফিকুর রহমান শান্তনুর রচনায় নির্মিত ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সাজু খাদেম, আরফান আহমেদ, অ্যানি খান, অ্যামেলি হক, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু প্রমুখ।
জনপ্রিয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ পর্ব নির্মাণের প্রস্তুতি চলছে। শুধু ধুমের নায়ককে নিয়ে নয়, দর্শকদের বাড়তি আগ্রহ থাকে খলনায়ককে নিয়েও। ভারতীয় সংবাদমাধ্যমগুলো গতকাল জানিয়েছে, ‘ধুম ফোর’-এ খলনায়ক হিসেবে দেখা দিচ্ছেন তামিল সুপারস্টার সুরিয়া।
১৮ সেপ্টেম্বর ২০২৪পূর্বাচলে প্লট পেতে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চিঠিতে শেখ হাসিনাকে ‘উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা’ বলে সম্বোধন করেছেন তিনি। সেই চিঠির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তিনি।
১৪ সেপ্টেম্বর ২০২৪২০১০ সালে প্রথমবার ঢাকায় এসেছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড জাল। দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকায় আসছে ব্যান্ডটি। ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন জাল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট গহর মমতাজ।
২৪ আগস্ট ২০২৪পাঁচ বছর পর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে (এমসিইউ) আবারও হাজির হচ্ছেন হলিউড তারকা রবার্ট ডাউনি জুনিয়র। ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ দিয়ে এমসিইউর সঙ্গে যাত্রা শুরু হয়েছিল তাঁর। পরবর্তী প্রায় এক যুগ ধরে আরও ৯টি সিনেমায় আয়রন ম্যান বা টনি স্টার্ক হিসেবে পর্দা কাঁপান ডাউনি। এসব সিনেমা থেকে ৫০ মিলিয়ন ডলারের বে
১৫ আগস্ট ২০২৪