হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে সংঘর্ষে আহত একজন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

উপজেলার চরপার্বতী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতে মোহাম্মদ হাজি বাড়িতে ও হাজারীহাট বাজারে গতকাল মঙ্গলবার রাতে এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ওই এলাকার মো. সাইফুল ইসলাম খোকন, ফখরুল ইসলাম, মো. আবদুল হক, সেরাজুল হক, হালিমা খাতুন, বিবি কুলসুম, মো. বজলুল হক, ফারজানা আক্তার, মালেকা বেগম, রফিকুল ইসলাম বেলাল, মোহাম্মদ ইয়াছিন, মায়মুনা খাতুন, পেয়ারা বেগম, গিয়াস উদ্দিন ও ওমর ফারুক। আহত ফখরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্থানীয় গিয়াস উদ্দিনের পরিবার ও খোকনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়। এ বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার হাজারীহাট বাজারে গিয়াস ও খোকনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে ফতে মোহাম্মদ হাজি বাড়িতে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নোয়াখালীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

২০০১ সালের মতো আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করব: জামায়াতের উদ্দেশে জয়নুল আবদিন

হাতিয়ায় দুই টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

বিয়েবাড়িতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১১

নোয়াখালীতে শিবির-যুবদল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নদীভাঙনের কবলে মাদ্রাসা, খোলা আকাশের নিচে পাঠদান

নোয়াখালীর বেগমগঞ্জে বাসে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

সুবর্ণচরে মোটরসাইকেল থামিয়ে দিনদুপুরে যুবককে গলা কেটে হত্যা

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ভাইবোনের মৃত্যু

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের কলহ, ২০ ঘণ্টা পর মায়ের লাশ দাফন