নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে বিবি মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছায়দল হকের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই বাড়ির ওমানপ্রবাসী মো. সোহেলের মেয়ে।
চরফকিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবুল কালাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল বিবি মরিয়ম। খেলার কোনো একসময় অন্য শিশু ও পরিবারের সদস্যদের অজান্তে পুকুরে পড়ে যায় মরিয়ম। দীর্ঘ সময় ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন।
আবুল কালাম আরও বলেন, একপর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠে মরিয়মের মরদেহ। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিবারের লোকজন মরিয়মকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।