হোম > সারা দেশ > নোয়াখালী

ছোট ভাইয়ের কবজি কাটলেন বড় ভাই, বিচার চেয়ে মানববন্ধনে মা-বাবা

নোয়াখালী প্রতিনিধি

আজ সোমবার কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের কবজি কাটার অভিযোগ তুলে বিচার দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাইয়ের কবজি কাটার অভিযোগ তুলে বিচার চেয়ে মানববন্ধন হয়েছে। এতে এলাকাবাসীর সঙ্গে অংশগ্রহণ করেন ওই দুই ভাইয়ের মা-বাবা। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে কোম্পানীগঞ্জ থানার সামনে বিক্ষোভ সমাবেশও করেন তাঁরা।

১৩ মে আবদুস সাত্তার বাদশা নামে এক যুবকের হাতের কবজি তাঁর বড় ভাই রমজান আলী মিশন কেটে দেন বলে অভিযোগ ওঠে। উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়িতে দুই ভাইয়ের মধ্যে জায়গা-জমি বিরোধের জেরে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আবদুস সাত্তার বাদশার স্ত্রী নুসরাত জাহান নূপুর বাদী হয়ে রমজান আলী মিশনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ভাইয়ের ওপরে আরেক ভাইয়ের হামলার বিচার চেয়ে আজ মানববন্ধন কর্মসূচি হয়। এতে অংশ নেন বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, কাউন্সিলর নুর নবী সবুজ, আবদুল মন্নান, আবদুস সাত্তারের বাবা তোফাজ্জল হক, মা মাকসুদা আক্তার প্রমুখ। মানববন্ধনে মা মাকসুদা বলেন, ‘আমার এক ছেলে আরেক ছেলের ওপরে এভাবে হামলা করতে পারে না। হামলাকারীর পরিচয় কেবল একজন অপরাধী। আমরা তার বিচার চাই।’

এদিকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনা রাতে মামলার প্রধান আসামি রমজান আলী মিশন ও তাঁর শ্যালক আকাশকে সুবর্ণচর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

২০০১ সালের মতো আমরা বন্ধু-বন্ধু মিলে ভোট করব: জামায়াতের উদ্দেশে জয়নুল আবদিন

হাতিয়ায় দুই টন ইলিশ জব্দ, ৪৬ জেলে আটক

বিয়েবাড়িতে হুজুরকে দাওয়াত না দেওয়ায় সংঘর্ষ, আহত ১১

নোয়াখালীতে শিবির-যুবদল সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

নদীভাঙনের কবলে মাদ্রাসা, খোলা আকাশের নিচে পাঠদান

নোয়াখালীর বেগমগঞ্জে বাসে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

সুবর্ণচরে মোটরসাইকেল থামিয়ে দিনদুপুরে যুবককে গলা কেটে হত্যা

কোম্পানীগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ভাইবোনের মৃত্যু

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের কলহ, ২০ ঘণ্টা পর মায়ের লাশ দাফন