হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে ১৫ ঘণ্টা পর ভেসে এল নিখোঁজ পর্যটকের লাশ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে মারা যাওয়া পর্যটক জুহায়ের আয়মান আহনাফের লাশ উদ্ধার করা হয়। আজ সোমবার সকালে নাজিরারটেক এলাকায়। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ জুহায়ের আয়মান আহনাফ (১৭) নামের এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ১৫ ঘণ্টা পর আজ সোমবার সকাল সোয়া ৬টার দিকে তাঁর লাশ শহরের নাজিরারটেক সৈকতে ভেসে আসে।

গতকাল রোববার বেলা ৩টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আহনাফ সাগরে তলিয়ে যায়। সে বগুড়া শহরের কাটনারপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শরিফুল ইসলামের ছেলে। আহনাফ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমের ভাতিজা বলে জানা গেছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপমহাপরিদর্শক আপেল মাহমুদ বলেন, গতকাল বগুড়া থেকে তারা কক্সবাজারে ভ্রমণে আসে। বিকেলে তিনজন সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে ঢেউয়ের তোড়ে তিনজনকে সাগরে ডুবে যেতে দেখে লাইফগার্ডের সদস্যরা দুজনকে উদ্ধার করতে পারলেও আহনাফ তলিয়ে যায়।

আপেল মাহমুদ আরও বলেন, আহনাফকে উদ্ধারে জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও লাইফ গার্ডের সদস্যরা যৌথভাবে তল্লাশি চালান। আজ সকালে সৈকতে তার লাশ ভেসে আসে।

আহনাফের মামা মো. মোজাহিদুর রহিম বলেন, আইনি প্রক্রিয়া শেষে আহনাফের লাশ বগুড়ায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

গত ৮ জুলাই মেরিন ড্রাইভের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। এর মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হলেও অরিত্র হাসানের এখনো খোঁজ মেলেনি। নিখোঁজ অরিত্রের বাড়িও বগুড়া সদরে বলে জানা গেছে।

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে উদ্ধার ১৪ জন, তিন মানব পাচারকারী আটক

মিয়ানমার থেকে আবারও গুলি এসে পড়ল টেকনাফের বসতঘরে

উখিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

টেকনাফের গহিন পাহাড় থেকে উদ্ধার ৫ নারী ও শিশু, মানব পাচারকারী আটক

চকরিয়ায় দুই ডাকাত দলের গোলাগুলি, নিহত ১

কক্সবাজারে তুচ্ছ ঘটনায় বাড়িতে হামলা ও ভাঙচুর

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

বিয়ের জন্য মালয়েশিয়া যাওয়ার চেষ্টা ২২ রোহিঙ্গা তরুণীর, স্বজনসহ উদ্ধার

টেকনাফে অপহৃত স্কুলছাত্র উদ্ধার

টেকনাফে মানব পাচারের চেষ্টাকালে ২৯ জন উদ্ধার, আটক ৩