হোম > সারা দেশ > নেত্রকোণা

অসীম উকিল ও অপু উকিলের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অসীম কুমার ও তাঁর স্ত্রী অপু উকিল। ফাইল ছবি

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৬টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদন অনুযায়ী অসীম কুমার উকিলের নেত্রকোনার কেন্দুয়া পৌরসভায় ১৫টি ফ্ল্যাট ও একই জায়গায় অপু উকিলের একটি ফ্ল্যাট এবং পাঁচটি দোকান আগেই ক্রোকের নির্দেশ দিয়েছিলেন এই আদালত। এই ফ্ল্যাটগুলোর মধ্যে দুটিতে অভিযুক্ত ব্যক্তিরা বসবাস করেন। বাকি ১৪টি ফ্ল্যাট ও পাঁচটি দোকান দেখভালের জন্য রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, যেহেতু সম্পত্তি ক্রোক করা হয়েছে, তা দেখাশোনার জন্য রিসিভার নিয়োগ করা প্রয়োজন। দুদকের আবেদন অনুযায়ী নেত্রকোনার জেলা প্রশাসনকে রিসিভার নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

জব্দ করা সম্পদের মধ্যে রয়েছে ধানমন্ডির ১১ নম্বর রোডে অবস্থিত ১ হাজার ৯৭৩ বর্গফুটের দুটি ফ্ল্যাট, যেখানে তাঁরা বসবাস করেন। এ ছাড়া তাঁদের উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি সাততলা ভবনের ১৪টি ফ্ল্যাট ও বসুন্ধরা শপিং মলে অবস্থিত পাঁচটি দোকানও জব্দ করা হয়।

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছাত্রদল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক খেয়ে হাসপাতালে, স্ত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

কলমাকান্দায় মাদকসহ ৭ যুবক আটক

খামারির ফাঁদে আটকা বিপন্ন গন্ধগোকুল, পরে বনে অবমুক্ত