হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় সড়ক দখল করে অবৈধ ট্রাকস্ট্যান্ড

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা সদরের সঙ্গে বারহাট্টা, মোহনগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে সড়কের কাজ করা হচ্ছে। কিন্তু নেত্রকোনা পৌর এলাকার রাজুর বাজার সড়কের বেশ কিছু এলাকা দখল করে অঘোষিত ট্রাকস্ট্যান্ড বানানো হয়েছে। ২৪ ঘণ্টাই এই সড়কের বড় অংশ দখল করে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, এই সড়কেই বাস থেকে যাত্রী ওঠানামা করে । ফলে সড়কটি এখন  ট্রাক ও বাসের স্ট্যান্ডে পরিণত হয়েছে। ফলে অন্যান্য যানবাহন এবং জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। দিন দিন জনদুর্ভোগ বাড়ছে।  

নেত্রকোনা সদরের সঙ্গে হাওর উপজেলা মোহনগঞ্জ এবং ধর্মপাশা হয়ে লোকজন সুনামগঞ্জ এবং সিলেটে যাতায়াত করেন এ সড়ক দিয়ে। এ ছাড়া কলমাকান্দা  উপজেলায় যেতে হলেও এই সড়ক ব্যবহার করতে হয়।  বাস, ট্রাক, সিএনজিচালিত গাড়িসহ  বিভিন্ন যানবাহন এই সড়ক দিয়ে নিত্যদিন চলাচল করছে। পণ্য পরিবহনও চলছে। ফলে এ সড়কটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু নেত্রকোনার রাজুর বাজার এলাকায় বাসস্ট্যান্ড থাকলেও নেই কোনো ট্রাক স্ট্যান্ড। ফলে বেআইনিভাবে সড়ক দখল করে  ট্রাকগুলো সড়কের ওপর দাঁড় করিয়ে রাখা হয় । তা ছাড়া , বাসস্ট্যান্ডে যাত্রী না তুলে এই সড়কে বাস দাঁড় করিয়ে রেখে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।  

এই সড়ক দিয়ে চলাচল করা লোকমান আহমেদ বলেন, সড়কের ওপর ট্রাক ও বাসগুলো দাঁড়িয়ে রাখা এবং যাত্রী ওঠানামা করানোতে জনদুর্ভোগ চরমে উঠেছে। ট্রাক রাখার কোনো জায়গা না থাকায় বা আলাদা ট্রাকস্ট্যান্ড না থাকায় সড়কেই ট্রাকগুলো দাঁড় করিয়ে রাখা হয়। ফলে অন্যান্য যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।   

এ বিষয়ে নেত্রকোনা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ খান আজকের পত্রিকাকে জানান, জেলা সদরের সঙ্গে উপজেলাগুলোতে চলাচলকারী ট্রাক ও বাসস্ট্যান্ড নির্মাণের জন্য তারা জেলা প্রশাসন  এবং পৌর কর্তৃপক্ষের কাছে বলা হয়েছে । তবে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হায়নি ।  
  
পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান বলেন, রাজুর বাজারে বাসস্ট্যান্ড নির্মাণ করা হয়েছে বহু বছর আগেই। তবে জায়গা পেলেই ট্রাকস্ট্যান্ড নির্মাণ করা হবে।

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছাত্রদল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক খেয়ে হাসপাতালে, স্ত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

কলমাকান্দায় মাদকসহ ৭ যুবক আটক

খামারির ফাঁদে আটকা বিপন্ন গন্ধগোকুল, পরে বনে অবমুক্ত