হোম > সারা দেশ > নেত্রকোণা

শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীদের মানবিক মানুষ হতে হবে: শিক্ষামন্ত্রী

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের শিক্ষার্থীদের শুধু ভালো রেজাল্ট করলেই চলবে না, তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে। পড়ে শেখার চেয়ে করে শেখার প্রতি জোর দিতে হবে। তিনি বলেন, এটি বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন। তিনি চেয়েছিলেন আমাদের দেশের শিক্ষার্থীরা যুগোপযোগী শিক্ষা অর্জন করবে। তাই তিনি দেশের দায়িত্ব নেওয়ার পরপরই কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ওপর জোর দিয়েছিলেন। একই সঙ্গে তিনি চেয়েছিলেন মানবিক মানুষ হবে আমাদের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার নেত্রকোনার মোহনগঞ্জের আদর্শনগরে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে সন্ধ্যায় ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’ শীর্ষক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এর আগে বিকেলে একই প্রতিষ্ঠানে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ‘জাগ্রত মুজিব’ উন্মোচন করেন। এ সময় শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের পাঁচতলা একটি ছাত্রাবাস, পাঁচতলা একটি ছাত্রীনিবাস, পাঁচতলা একটি মাল্টিপারপাস ভবন ও একটি পাঁচতলা শিক্ষক ডরমিটরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। 

শিক্ষামন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি শিক্ষাবান্ধব দল। এটির প্রতিষ্ঠাকালীন ইশতেহারে বলা হয়েছিল, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, উচ্চশিক্ষা অর্জনে জোর দেওয়া, সেখানে উচ্চশিক্ষা হবে মুক্ত বুদ্ধি চর্চার পিঠস্থান। সেখানে আরও বলা ছিল, দারিদ্র্য যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষা অর্জনে বাধা হয়ে না দাঁড়ায়। বঙ্গবন্ধু শিক্ষা সম্পর্কে সব সময় এ কথাগুলোই বলেছেন। 

ডা. দীপু মনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের ইতিহাসটা ঠিক বানরের তৈলাক্ত বাঁশে ওঠানামার মতো হয়েছে। বঙ্গবন্ধু প্রথমে আমাদের ওপরে উঠিয়েছেন। তাঁকে হত্যার পর আবার নিচে নামানো হয়েছে। অনেক বছর পর বঙ্গবন্ধুর কন্যা আমাদের ফের ওপরে তুলেছেন। ফের চারদলীয় জোট ক্ষমতায় এসে আবার আমাদের নিচে নামিয়ে দিয়েছে। ভাগ্য ভালো, পরেরবার আওয়ামী লীগ ক্ষমতায় এসে একাধারে ১৩ বছর ধরে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। ১৩ বছর ধরে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের এই অভূতপূর্ব অগ্রগতি। দুরন্ত গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। 

বিএনপির প্রতি ইঙ্গিত করে দীপু মনি বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। আপনার ভোট কাকে দেবেন তার সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যারা ’৭৫-এর খুনি, খুন-ধর্ষণের রাজত্ব কায়েমকারী, অগ্নিসংযোগকারী, যুদ্ধাপরাধী, নারীবিদ্বেষী, এতিমের অর্থ আত্মসাৎকারী; আপনার ভাগ্য নির্ধারণের দায়িত্ব কি তাদের হাতে দেবেন? নাকি যারা আপনার, আপনার সন্তানের ও আপনার পরবর্তী প্রজন্মের ভাগ্যোন্নয়নের জন্য, এই দেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ার জন্য নিরলসভাবে কাজ করে তাদের হাতে দেবেন? সিদ্ধান্ত আপনার। তবে আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন। 

শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, স্থানীয় সাংসদ রেবেকা মমিন, সংরক্ষিত নারী সাংসদ হাবিবুর রহমান খান শেফালী, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রফিকুল্লাহ খান প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী মো. আবদুর রহমান, জেলা-উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। 

মুখ্য আলোচক হিসেবে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন নিয়ে আলোচনা করেন রাজনীতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়।

শ্রমিক দল নেতার বিরুদ্ধে জেলের নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছাত্রদল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক খেয়ে হাসপাতালে, স্ত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা

কলমাকান্দায় মাদকসহ ৭ যুবক আটক