হোম > ছাপা সংস্করণ

নেত্রকোনায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোনা প্রতিনিধি

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যেসব বীর আত্মাহুতি দিয়েছেন, যেসব নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাঁরা চিরদিন অম্লান হয়ে থাকবেন। তাঁদের আত্মত্যাগের কথা জাতি কোনো দিন ভুলবে না।

গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মিতাল প্রাঙ্গণে ‘স্মৃতি একাত্তর’ এর সংস্কার ও উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মিতালী সংঘের সভাপতি শাহ আতাউর রহমান কাজল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, নেত্রকোনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুনসি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তফসির উদ্দিন খান।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি।

এবার স্বাধীনতার সুফল এই সরকারের আমলে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে কারণে বিশ্বও আজ অবাক বিস্ময়ে বাংলাদেশকে দেখে। আর এসব কিছুই সম্ভব হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করায়।

এই ‘স্মৃতি একাত্তর’ আমাদেরকে সেইসব বীর যোদ্ধাদের কথাই মনে করিয়ে দেয়, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ