নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের সাজিউড়ায় পল্লি দৃষ্টিহীন উন্নয়ন সংস্থা ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাউপকরণ ও অসহায় দরিদ্রদের মধ্যে মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার মদনপুরে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে আর্থিক সহযোগিতায় প্রতিবন্ধী, হতদরিদ্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের তিন মাসব্যাপী বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে এসব বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী।
মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান ফারাস দিলীপের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৃষ্টি প্রতিবন্ধী হাবিবুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা সামছুন্নাহার বিউটি, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সঞ্জিত চক্রবর্তী।
পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। অন্যদিকে গত মঙ্গলবার রাতে জেলা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সুহেল মাহমুদ।