নেত্রকোনা শহরের শাহ সুলতান রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ অন্যান্য পণ্যসামগ্রী উৎপাদন করায় একটি বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয় সূত্রে জানা যায়, নেত্রকোনা শহরের শাহ সুলতান রোড এলাকায় একটি বেকারির দোকানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুটসহ অন্যান্য পণ্যসামগ্রী উৎপাদন করার অপরাধে বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করলে বেকারির দোকানটি সিলগালা করা হবে।