নেত্রকোনার মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা মো. আ. রহিমকে কুপিয়ে জখম করার মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে আটপাড়া উপজেলার তেলিগাতী বাজার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ নভেম্বর আ. রহিমের স্ত্রী সুজনা আক্তার বাদী হয়ে ছয়জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মোস্ত মিয়া, তাঁর দুই ছেলে রুমন মিয়া ও শিপন মিয়া।
আ. রহিম মোহনগঞ্জ উপজেলার সমাজ সহিলদেও ইউপির ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বাড়ি একই ওয়ার্ডের কয়রাপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর আ. রহিমের বাড়ির সীমানায় গাছ কাটতে যান প্রতিবেশী মোস্তু মিয়া। এ সময় বাঁধা দিলে মোস্ত মিয়া ও তাঁর দুই ছেলেসহ লোকজন নিয়ে হামলা চালান। একপর্যায়ে আ. রহিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তারা। এতে তাঁর কয়েকটি দাঁত ভেঙে যায়। স্থানীরা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পর প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মোহনগঞ্জ থানার এসআই মো. মমতাজ উদ্দিন বলেন, ‘এ মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়। আর অপর তিনজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’