নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরোধিতা করায় ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা আওয়ামী যুবলীগ।
গতকাল রোববার সদর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক সাব্বির খান প্রিন্স ও যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার স্বাক্ষরে এই নোটিশ পাঠানো হয়েছে। তাকে ২৪ ঘণ্টার মধ্যে চিঠির উত্তর দিতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী এসএম শফিকুল কাদের সোজার (চশমা) পক্ষে কাজ করছেন, এমন অভিযোগ উঠে। এরই প্রেক্ষিতে সদর উপজেলা আওয়ামী যুবলীগ কারণ দর্শানোর নোটিশ দেয়।
সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়। তা না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।