নেত্রকোনায় গত এক বছরে ১৭৮টি অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অভিযানে নানা অনিয়ম, মাপে কারচুপি, ভেজাল ও মেয়াদহীন পণ্য বিক্রির দায়ে ৫২৩টি প্রতিষ্ঠানকে ৩৪ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে জেলার ১০ উপজেলায় ১৬৮টি অভিযান করার কথা থাকলেও অভিযান পরিচালিত হয় ১৭৮টি। এর মধ্যে নেত্রকোনা সদরে ৯৫টি, মোহনগঞ্জে ৯টি, বারহাট্টায় ১৩টি, আটপাড়ায় ৯টি, কলমাকান্দায় ৮টি, পূর্বধলায় ২৩টি, মদনে ৪টি, খালিয়াজুরীতে ৩টি, দুর্গাপুরে ৯টি ও কেন্দুয়ায় ৫টি।
এ ছাড়া নিয়মিত অভিযানের পাশাপাশি ভুক্তভোগীদের করা ২৬টি অভিযোগের নিষ্পত্তি করা হয়। এর মধ্যে ৩টি অভিযোগে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ আদায় করে দেওয়া হয়েছে ১০ লাখ ৯ হাজার ৭১০ টাকা। পাশাপাশি তিনজনকে ২৯ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।
জানা গেছে, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে নকল প্রসাধনী, মাপে কারচুপি, মেয়াদহীন ও ভেজাল পণ্য বিক্রিসহ নানা অনিয়ম রোধে বছরব্যাপী অভিযান চালানো হয়।