হোম > ছাপা সংস্করণ

এক শিশু দত্তক নিতে তিন ব্যক্তির আবেদন

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সদের আদর যত্নে বেড়ে উঠছে জঙ্গল থেকে উদ্ধার করা কন্যা শিশুটি। এক সপ্তাহ ধরে কমপ্লেক্স ভবনের নার্সদের রুমে রেখেই তাকে পরিচর্চা করা হচ্ছে। খাওয়ানো হচ্ছে বাজার থেকে কেনা দুধ। বর্তমানে শিশুটি পুরোপুরি সুস্থ আছে।

শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিন নিঃসন্তান দম্পতি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আবেদন করেছেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার সংশ্লিষ্টরা আলোচনায় বসবেন বলে জানা গেছে।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সাবিকুন্নাহার বলেন, খবর জেনে অনেকেই শিশুটিকে দেখেতে এসে টাকা পয়সা দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি আমরা নিজেরা টাকা তুলে শিশুটির জন্য দুধ কিনে খাওয়াচ্ছি। তার দেখভালের কোনো কমতি হচ্ছে না। কাজের ফাঁকে অফিসের বিশ্রামের সময়টুকু শিশুটিকে নিয়েই আমাদের সময় কাটে। সে এখন আমাদের সবার আদরের। সময়ের সঙ্গে সঙ্গে হাত পা নাড়া চাড়া করতেও শিখে গেছ। দীর্ঘদিন ধরে সন্তান হয় না, এমন একটি নিঃসন্তান পরিবারে তার জায়গা হোক। সেখানে আদরে যত্নে পড়াশোনা শিখে মানুষ হয়ে দেশের কল্যাণে নিবেদিত হোক এ প্রত্যাশা আমাদের।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, শিশুটি সুস্থ আছে। তবে তার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া সেটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সমাজসেবা কর্মকর্তা তারাই বলতে পারবেন। এ দায়িত্ব তাদের।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাসুল তালুকদার বলেন, শিশুটিকে দত্তক নিতে এ পর্যন্ত তিনজন নিঃসন্তান দম্পতি আবেদন করেছেন। সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সোমবার আলোচনায় বসবো। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা গেছে, গত ৮ জানুয়ারি ভোর রাতে নেত্রকোনার মোহনগঞ্জের বরুঙ্কা গ্রামের একটি জঙ্গল থেকে মানসিক ভারসাম্যহীন মা ও সদ্যভূমিষ্ঠ নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এনে মা ও নবজাতককে হাসপাতালে ভর্তি করে। পরদিন দুপুরে মানসিক ভারসাম্যহীন মা হাসপাতাল থেকে কাউকে না বলে চলে যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ