হোম > ছাপা সংস্করণ

প্রসূতির অস্ত্রোপচার শুরু

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম অস্ত্রোপচারে একটি ছেলেশিশুর জন্ম হয়। চিকিৎসকেরা বলছেন, হাওরাঞ্চলের প্রসূতি নারীদের দুর্ভোগ লাঘবে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এটি তাঁরা অব্যাহত রাখতে চান।

জানা গেছে, পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা মশিউর রহমান দিপনের স্ত্রী পলি চৌধুরীকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে।

নবজাতক ওই দম্পতির দ্বিতীয় সন্তান। সন্তান ও মা সুস্থ, স্বাভাবিক আছেন। ওই দম্পতির পুরো খরচ হাসপাতাল কর্তৃপক্ষ বহন করেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মাহমুদা খাতুনের নেতৃত্বে ছয় সদস্যের একটি চিকিৎসা দল এই সিজারিয়ান কার্যক্রম সম্পন্ন করেন।

এ দলের অন্য সদস্যরা হলেন জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া ফয়জুল আলম ও সাবিহা সিফাত, নার্স শিল্পী রানী কর, তানিয়া মল্লিক ও মার্জিয়া আক্তার। এ ছাড়া এই কাজের সার্বিক সহযোগিতায় ছিলেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহারিয়ার জাহান ওসমানী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন হচ্ছে জেনে এই কার্যক্রম দেখতে আসেন এলাকার সন্তান ও রাজধানীর শেখ রাসেল হাসপাতালের আইসিউ বিভাগের প্রধান রেহান উদ্দিন খান। এ ছাড়া তাঁর সঙ্গে ছিলেন ঢাকার মোহনগঞ্জ সমিতির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আল আমিন ইসলাম মনি।

১৯৮৪ সালে ৩১ শয্যাবিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। পরে ধাপে ধাপে ৫০ শয্যা, শেষে ১০০ শয্যায় উন্নীত করা হয়। তবে এই প্রথম সিজার বিভাগ চালু করা হয়। এর আগে এই এলাকার প্রসূতিদের সিজারিয়ান অপারেশনের জন্য নেত্রকোনায় বা ময়মনসিংহে যেতে হতো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদা খাতুন সম্প্রতি যোগ দেওয়ার পরপরই এই সিজারিয়ান অপারেশন বিভাগ চালুর উদ্যোগ নেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় সরঞ্জাম জোগাড় করে অপারেশন থিয়েটারের কক্ষ প্রস্তুত করেন।

ডা. মাহমুদা খাতুন বলেন, ‘এখানে যোগদানের পর থেকেই হাওরাঞ্চলের প্রসূতি নারীদের দুর্ভোগের বিষয়টি লাঘব করতে অস্ত্রপচারের উদ্যোগ নিই।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ