হোম > ছাপা সংস্করণ

মাদ্রাসার সভাপতি পদ নিয়ে সংঘর্ষ, আহত ৪

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মাদ্রাসার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হয়েছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বুধবার উপজেলার আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আলীপুর গ্রামের কিরণ তালুকদার (৫০), পিপুলা আক্তার (৩০), হাটনাইয়া গ্রামের গোলাম আহমেদ বাবু (২৫) ও তার ভাই গোলাম সামিউল (২০)।

সংঘর্ষের পর আহতের মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোলাম আহমেদ বাবু ও গোলাম সামিউলকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাকের আহমেদ জনি বলেন, ‘দুজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাঁদের ময়মনসিংহ পাঠানো হয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আবাকাহাজ ফজলুল উলুম কওমি মাদ্রাসা’র কমিটি গঠনের জন্য সকালে আলোচনায় বসেন স্থানীয়রা। এতে সভাপতি পদে মানিক চৌধুরী, ইকবাল হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম সেলিম নাম আলোচনায় আসে। তাঁদের মধ্যে কে সভাপতি হবেন এ নিয়ে সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে চারজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে যান।

সভাপতি প্রার্থী মানিক ইকবাল হোসেন বলেন, ‘ঝামেলা সভাপতির পদ নিয়ে হলেও পরে পারিবারিক দ্বন্দ্বে এ সংঘর্ষ হয়। তবে সভাপতি হিসেবে সবাই আমাকে সমর্থন দেন। চেয়ারম্যান এটি মেনে নিলেও অপর প্রার্থী মানিক চৌধুরী তা মেনে নেননি।’

তবে অপর সভাপতি প্রার্থী মানিক চৌধুরী বলেন, ‘ইকবাল হোসেনকে তেমন কেউ সমর্থন করেননি। সভাপতি হিসেবে সবাই আমাকে সমর্থন দেন। আমি চেয়ারম্যান সাহেবকে সভাপতি হওয়ার জন্য অনুরোধ করি। তবে তিনি রাজি হননি।’

সুয়াইর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম সেলিম বলেন, ইকবাল হোসেন ওই কমিটিতে সভাপতি হতে গিয়ে ঝামেলা সৃষ্টি করেন। কেউ সমর্থন না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তাঁর লোকজন অন্যদের ওপর হামলা চালান।’

মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, ‘মারামারি হয়েছে শুনেছি। তবে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ