নেত্রকোনার মোহনগঞ্জে আবুল খায়ের (৪৪) নামে আট মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত রোববার রাতে তাঁকে মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর হাসপাতাল রোড থেকে গ্রেপ্তার করা হয়।
আবুল খায়ের পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানা গেছে, ২০১৪ সালের একটি মাদক মামলায় আবুল খায়ের পলাতক ছিলেন। পরে তাঁর অনুপস্থিতিতে আদালত আট মাসের সাজা দেন। তার পর থেকে তাঁকে ধরতে চেষ্টা চালালেও বারবার তিনি কৌশলে পালিয়ে যান। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আবুল খায়ের দীর্ঘদিন পলাতক ছিলেন।