সমাজে বদল আনতে হলে প্রথমে নিজেকে বদলাতে হবে। নিজ নিজ প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে প্রতিষ্ঠানের প্রধানকে প্রথমেই শুদ্ধ হতে হবে বলে জানিয়েছেন নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান।
গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা পৌরসভার বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন), নেত্রকোনার আয়োজনে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয়’ শীর্ষক নাগরিক সংলাপের তিনি এই মন্তব্য করেন।
সংলাপে মেয়র বলেন, ‘আমি যদি মেয়র হিসেবে শুদ্ধ হই, তাহলে পৌরসভাও শুদ্ধ হবে। আমরা সবাই যার যার ব্যক্তিগত জায়গা থেকে শুদ্ধ হলে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে হবে। নিজেকে বদল করার মধ্যে দিয়ে এটা শুরু করতে হবে।’
রাষ্ট্র ও সমাজে সুশাসন প্রতিষ্ঠায় শুদ্ধাচার চর্চার বিকল্প নেই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুজন নাগরিক সংলাপের আয়োজন করে। সুজনের নেত্রকোনার সভাপতি সাংবাদিক শ্যামলেন্দু পাল অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সাংবাদিক আলপনা বেগম। নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন রাখেন নেত্রকোনা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, সাংস্কৃতিক কর্মী নাজনীন সুলতানা সুইটি, শিক্ষক প্রতিনিধি নাঈম সুলতানা লিবন, কবি শাম্মী খান, নাগরিক প্রতিনিধি আ. রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানবীর হায়াত খান, হাঙার প্রজেক্টের সমন্বয়কারী এএনএম নাজমুল হোসেন প্রমুখ।