নেত্রকোনার মোহনগঞ্জ রেল স্টেশন থেকে পাওয়া শিশু ইয়াসিনকে (৯) তার বাবার কাছে তুলে দিয়েছে পুলিশ। ইয়াসিন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরশহরের রামপুরা এলাকার ফজলুল হকের ছেলে। সে ওখানকার স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র। গতকাল মঙ্গলবার সকালে ইয়াসিনকে থানার নারী ও শিশু ডেস্কের মাধ্যমে তার বাবার কাছে তুলে দেয় পুলিশ।
ইয়াসিনের বাবা ফজলুল হক জানান, ছেলেকে উদ্ধারের পর আদর যত্ন করে খাবার খাইয়ে নিরাপদে রাখায় পুলিশকে ধন্যবাদ জানাই। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে থানায় নিরাপদে রাখা হয়। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।