হোম > ছাপা সংস্করণ

শিক্ষার্থীর এমন কাণ্ডে হতবাক সবাই

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা এক নারীর ভ্যানিটি ব্যাগ চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুনের কাছে ওই নারীর স্বামী এই অভিযোগ করেন।

পরে জরুরি বিভাগে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন ডা. মাহমুদা খাতুন। এর আগে গত বুধবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা ওই নারীর ভ্যানিটি ব্যাগ চুরি হয়। সিসি ক্যামেরায় দেখা গেছে, জরুরি বিভাগে আসা স্থানীয় একটি বিদ্যালয়ের স্কুলশিক্ষার্থী ওই নারীর ভ্যানিটি ব্যাগ চুরি করে নিয়ে তার এক বান্ধবীর কাছে দেয়।

ভুক্তভোগী ওই নারীর স্বামী উপজেলার বিরামপুর গ্রামের লিটন চন্দ্র তালুকদার বলেন, ‘বুধবার আমার স্ত্রীকে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তার ভ্যানিটি ব্যাগটি আমার অন্য একটি ব্যাগে রাখি। একপর্যায়ে হাত থেকে পড়ে যায় ভ্যানিটি ব্যাগটি। পরে অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। ব্যাগে ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিল।’

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে স্কুলড্রেস পরা এক ছাত্রীকে ওই নারীর ব্যাগটি নিতে দেখেছি। বিষয়টি দুঃখজনক। শিক্ষার্থীরা পড়াশোনা করে নীতি-নৈতিকতা শিখবে। আর এদিকে এই ঘটনা দেখে আমি হতবাক।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে ঘটনাটি আমি হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে শুনেছি। এটি খুবই দুঃখজনক। একজন শিক্ষার্থীর কাছ থেকে এমনটি কাম্য নয়।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ