হোম > ছাপা সংস্করণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সভা

নেত্রকোনা প্রতিনিধি

জ্বালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সভা করেছে নেত্রকোনা জেলা বিএনপি। গত শুক্রবার জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক সভাপতিত্ব করেন। পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু। সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার একটি ফ্যাসিবাদী সরকার। এই সরকার জনগণের ভোট লুণ্ঠন করে ক্ষমতায় বসে আছে। এই সরকারের মন্ত্রী, সাংসদ নিজেদের আখের গোছাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। আর পরিবহন নেতারা এই সরকারেরই লোক। তাঁরা পরিবহনের ভাড়া বৃদ্ধি করে জনগণের ওপর বাড়তি একটি বোঝা চাপিয়ে দিয়েছেন।

বক্তারা আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির কারণে মানুষের নাভিশ্বাস উঠছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ