হোম > ছাপা সংস্করণ

হত্যা মামলার আসামিকে নৌকার মনোনয়ন, ক্ষোভ

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনকে ফের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি গৃহকর্মী মারুফা হত্যা মামলার আসামি। হত্যা মামলার আসামিকে আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ায় এলাকায় নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

জানা গেছে, গত সোমবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ড উপজেলার সিংধা ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে শাহ মাহবুব মুর্শেদ কাঞ্চনকে দলের মনোনয়ন দেওয়া হয়। মনোনয়নের তালিকা প্রকাশ হওয়ার পরপরই নিজ উপজেলাসহ আশপাশের উপজেলার নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তাদের অনেকে গৃহকর্মী মারুফা হত্যার সংবাদের কপি ফেসবুকে পোস্ট দিয়েও প্রতিবাদ জানান। পাশাপাশি তাঁর মনোনয়ন বাতিল করে ক্লিন ইমেজের কাউকে এই পদে মনোনয়ন দেওয়ার দাবি তোলেন।

এদিকে বিতর্কিত এই চেয়ারম্যানকে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ক্ষুব্ধ নেতা-কর্মীরা কাঞ্চন চেয়ারম্যানের মনোনয়ন বাতিল চেয়ে গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্থানীয় সরকার নির্বাচন বোর্ডের সভাপতি বরাবর লিখিত অভিযোগ জমা দেন। লিখিত অভিযোগের সঙ্গে চেয়ারম্যানের বিগত সময়ের নানা অপকর্মের প্রমাণাদি জমা দেন।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বলেন, উপজেলা থেকে আমরা কাঞ্চন চেয়ারম্যানসহ সাতজনের নাম পাঠিয়েছি। তবে কাঞ্চন চেয়ারম্যান যে, ‘খুনের আসামি’ এ কথাটি তাঁর নামের পাশে এ বিষয়টি লিখে দেওয়া হয়েছিল। জানা গেছে, ২০২০ সালের ৯ মে বারহাট্টা উপজেলার সিংধা ইউপি চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের মোহনগঞ্জ বাসার গৃহকর্মী কিশোরী মারুফা আক্তার (১৪) আত্মহত্যা করেছে বলে চেয়ারম্যান নিজেই লাশ নিয়ে হাসপাতালে যান।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ