২০২২ সালের এসএসসি পরীক্ষায় সিলেবাস কমানোর দাবিতে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ‘নেত্রকোনা জেলার এসএসসি ব্যাচ ২০২২ সালের শিক্ষার্থী’র ব্যানারে এই মানববন্ধন হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- শিক্ষার্থী শেখ নুরুল হক, সোহানুর হাসান, রুবাইয়াত হাসান, সোহানুর রহমান, নুসরাত জাহান, তূর্র্য চৌধুরী, সৈয়দ জিত, মুজাম্মেল হক, শুভ সরকার শুভ বণিক প্রমুখ।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে এসএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার পর্যাপ্ত সুযোগ পায়নি। বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিমধ্যে সিলেবাসে ৩০ শতাংশ কমানো হলেও অল্প সময়ের মধ্যে সিলেবাসের বাকি ৭০ ভাগ শেষ করা সম্ভব নয়।