নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের মজুরির টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমানকে প্রধান করে গত বুধবার এক সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। মদনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুনের বিরুদ্ধে কর্মসৃজন কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের
টাকা আত্মসাতের অভিযোগ করেন কদমশ্রী মণিকা প্রকল্পের সর্দার শাহজাহান মিয়া। এ সময় ২৩ জন শ্রমিক অভিযোগে স্বাক্ষর করেন।
পরে ৭ আগস্ট চেয়ারম্যান ২৭ জন শ্রমিকদের দিয়ে পাল্টা অভিযোগ দায়ের করিয়েছেন শাহজাহান মিয়ার বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ইউএনও ঘটনা তদন্তে কমিটি গঠন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওই দুটি অভিযোগের সরেজমিন তদন্ত করছি।