পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি মো. মাহমুদুল হাসান সাগরকে (২৫) নেত্রকোনার বারহাট্টা উপজেলার ঝাউয়াইল এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব। এদিন ভোর সাড়ে ৩টার দিকে সাগরকে গ্রেপ্তার করে র্যাব।
সাগর কিশোরগঞ্জ সদর উপজেলার তারাপাশা গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তার সাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামি তাঁর এক বন্ধুর জন্মদিনের কেক কাটার কথা বলে ভিকটিমকে ফুসলিয়ে রেল স্টেশনে নিয়ে আসেন। পরে স্কস টেপ দিয়ে ভিকটিমের দুই হাত বেঁধে ধর্ষণ করেন। এ সময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। এ সময় সাগর পালিয়ে যান।
এ ঘটনায় ভিকটিমের ভাই (২৫) বাদী হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করেন।