হোম > ছাপা সংস্করণ

এক সপ্তাহে ডিমের দাম হালিতে বাড়ল ৩ টাকা

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। প্রকারভেদে হালিপ্রতি ডিমের দাম গত এক সপ্তাহে সর্বোচ্চ ৩ টাকা বেড়েছে। এতে চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

গতকাল সোমবার নেত্রকোনা শহরের বড়বাজার, ছোটবাজার, জয়ের বাজার, রেল ক্রসিং বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে দেশি মুরগির ডিম ৬০ টাকা করে বিক্রি হলেও এখন হচ্ছে ৭০ টাকায়। যদিও দুয়েকটি দোকান ছাড়া দেশি মুরগির ডিম নেই বললেই চলে। অন্যদিকে ব্রয়লার মুরগির ডিম গেল সপ্তাহে হালিপ্রতি ৩৫ টাকা করে বিক্রি হলেও এখন ৩৮ টাকা। অন্যদিকে হাঁসের ডিম হালিপ্রতি ৫০ টাকার জায়গায় ৫৫ টাকা করে বিক্রি হচ্ছে। কোয়েল পাখির ডিম ১০ টাকার জায়গায় ১২ টাকা করে বিক্রি হচ্ছে।

ডিম বিক্রেতারা বলছেন, ঢাকায় ডিমের আড়তের সমিতি থেকে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া হাঁস-মুরগির খাবারের দাম বেড়ে গেছে।

বড়বাজার এলাকার ডিমের দোকানি মো. সাগর বলেন, ‘আমাদের ডিম কিনতে হচ্ছে বেশি দামে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

অন্যদিকে ক্রেতারা বলছেন, গেল সপ্তাহেও যে দেশি মুরগির ডিম ৬০ টাকা করে পাওয়া গেছে। এখন তা ৭০ টাকায় কিনতে হচ্ছে। মানে হালিপ্রতি ১০ টাকা বেশি। এক লাফে ডিমের দাম এত বেশি হওয়ার কারণ বুজতে পারছেন না ক্রেতারা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ