ইতিহাসের নিষ্ঠুরতম ও বর্বরোচিত ঘটনার দিন ১৫ আগস্ট। ২১ আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
গতকাল সোমবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা পাবলিক হলে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, সেই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের নীলনকশা এখনো থামেনি। তাই এদের বিরুদ্ধে সব সময় সতর্ক ও সোচ্চার থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা পরিষদের প্রশাসক প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল আমিন প্রমুখ।
আলোচনা অনুষ্ঠানের আগে সকালে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক চত্বরে চেতনার বাতিঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত রায়, পৌরসভা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা।