নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের কাছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে অপরিকল্পিতভাবে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এই মানববন্ধন হয়। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা পৌর শাখা এর আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ওমর ফারুক, জেলা আওয়ামী লীগের সদস্য আরিফ মোহাম্মদ হাবিব খান তুহিন, জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক, নেত্রকোনা সরকারি কলেজছাত্র সংসদের সাবেক ভিপি সমীরণ সরকার, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম আনোয়ার আজাদ কালাম, সাধারণ সম্পাদক রইছ ও মোহাম্মদ হাবিব খান মুক্তি।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে অপরিকল্পিত ঘরটি অপসারণের দাবি জানান।