হোম > ছাপা সংস্করণ

তোমার নীল ময়ূর

ইয়াসা বিন মোস্তফা

ময়ূর কী সুন্দর, তাই না? তাদের পেখম তোলা নাচ দেখেছ? আর মাথার মুকুট? কাগজ দিয়ে একবার ময়ূর বানানোর চেষ্টা করবে নাকি? হ্যাঁ, বানানোর পর তা ওয়ালম্যাট হিসেবেও ব্যবহার করতে পারবে।

যা যা লাগবে

সবুজ, লাল, হলুদ, নীল রঙের কাগজ, নীল ও সবুজ গ্লিটার কাগজ, গ্লু গান, পেনসিল, কাঁচি, জিআই তার। জেনে রাখা ভালো, এ উপকরণগুলো পাবে স্টেশনারির দোকানে।

চলো বানাই

সবুজ রঙের কাগজটি ভাঁজ করে তা দুই পাশ থেকে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে নাও। তারপর জিআই তার লম্বা করে টেনে তার ওপর দুই ভাঁজ করে কেটে নেওয়া কাগজ গ্লু গান দিয়ে লাগিয়ে দাও। এ রকম আরও অনেক তৈরি করে হবে ময়ূরের লেজ। তারপর লেজের মাথায় অন্য দুই রঙের কাগজ কেটে বসাও। একদম ছবির মতো করে। এভাবে একই নিয়মে কিছু ছোট ও কিছু বড় পালক বানাও। তারপর হলুদ ও সবুজ কাগজ দিয়ে একইভাবে ভাঁজ করে একটার সঙ্গে আরেকটা আঠা লাগিয়ে কয়েকটি ঝালর তৈরি করতে হবে। তারপর কাগজের ফুল বানাতে হবে।

জিআই তার গোল করে একটি হলুদ রঙের কাপড় দিয়ে প্যাঁচাতে হবে। তার ওপর সুন্দর করে ঝালর ও ফুল আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে। একটি গ্লিটার কাগজ পেনসিল দিয়ে ময়ূরের আকৃতি করে কেটে নিতে হবে। একইভাবে তাতে ঠোঁট ও মুকুট বানিয়ে কাগজ কেটে বসাতে হবে। কাগজ দিয়ে পেঁচিয়ে শক্ত লাঠিতে মুড়িয়ে বানিয়ে নাও ময়ূরের পা। সবশেষে ময়ূরের পালকগুলো আঠা দিয়ে লাগিয়ে নিলেই হলো।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ