হোম > অপরাধ > ঢাকা

শাশুড়িকে পালিয়ে বিয়ে, শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা-পুলিশ। 

গ্রেপ্তার আয়াতুল মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ জামালের ছেলে। 

জানা গেছে, ২০১১ সালে শ্বশুর মতি মিয়ার করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি করা হয় দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড। এরপর থেকেই পলাতক ছিলেন আয়াতুল। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। একপর্যায়ে শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন তিনি। পরে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস তাঁরা একত্রে বসবাস করেন। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামি করে মোহনগঞ্জ থানায় মামলা করেন। তবে দেড় বছর আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন। 

মোহনগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম আয়াতুলকে গ্রেপ্তারের এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকালে আয়তুলকে আদালতে প্রেরণ করা হবে।

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না, হাইকোর্টের রুল

বন্য প্রাণী সংরক্ষণের নতুন আইনে জামিনের সুযোগ না রাখার প্রস্তাব

বিমানবন্দর রেলস্টেশনে ট্রেন থেকে আগ্নেয়াস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার

মির্জাপুরে পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত চার

বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যু, মেট্রোরেল চলাচল বন্ধ

জাবিতে ঘাসকাটা যন্ত্রের ব্লেড ঢুকে গেল যুবকের মাথায়

মোহাম্মদপুর-আদাবরে সক্রিয় সন্ত্রাসীদের ১৭টি দল

ভাঙাচোরা সড়কে ঢাকাজুড়ে ভোগান্তি

আবু বাকেরকে লক্ষ্য করে ককটেল হামলার অভিযোগ, এনসিপির বিক্ষোভ

মহাসড়কে কোনো অবৈধ যানবাহন চলতে পারবে না: বিআরটিএ চেয়ারম্যান