হোম > সারা দেশ > সিলেট

আদালত চত্বরে সাংবাদিকের ওপর সাদাপাথর লুটের মামলার আসামির হামলা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: আজকের পত্রিকা

সাদা পাথর লুটের মামলার অন্যতম আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আলফু মিয়া ও তাঁর ছেলে সিলেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সিলেটের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন সিলেটের ইমজা নিউজ নামের একটি পোর্টালের সাংবাদিক নয়ন সরকার। নয়নকে বাঁচাতে অন্য সাংবাদিকেরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলার চেষ্টা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোম্পানীগঞ্জ উপজেলার সাদা পাথর লুট মামলার আসামি আলফু মিয়াকে আদালতে হাজির করে একটি মামলায় এক দিনের রিমান্ড এবং অপর একটি মামলায় গ্রেপ্তারের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত দুটি আবেদনই মঞ্জুর করেন। এরপর তাঁকে আদালত থেকে গাড়িতে তোলার সময় আলফু মিয়া ও তাঁর ছেলে পুলিশের সামনেই সাংবাদিক নয়নের ওপর ঝাঁপিয়ে পড়েন। নয়নের সহকর্মীরা এগিয়ে গেলে তাঁদের ওপরও হামলার চেষ্টা করা হয়। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সাংবাদিক নয়ন সরকার বলেন, ‘আমি খবর সংগ্রহ করছিলাম। হঠাৎ আলফু মিয়ার ছেলে আমার ওপর হামলা করে। এরপর পুলিশের সামনেই এক হাতে হাতকড়া পরা অবস্থায় আলফু নিজেই আমার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।’

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবকের মৃত্যু

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

সিলেটে শাহ আরেফিন (র.) মাজার ধ্বংসের হোতা বশর আটক

সংস্কারবিরোধী জোট ভাঙতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাই কাজ করব: আরিফুল হক চৌধুরী

পাচার ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির অভিযান, যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লাউয়াছড়া বন থেকে টহল দলের সদস্যের লাশ উদ্ধার

সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

আগামী নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল

শাহজালালে আগুন: ঢাকাগামী ৩টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ, বিপাকে যাত্রীরা