হোম > সারা দেশ > সিলেট

শাহজালালে আগুন: ঢাকাগামী ৩টি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ, বিপাকে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

ঢাকাগামী তিনটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেটে অবতরণ। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় ঢাকাগামী তিনটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ও বেসরকারি এয়ারলাইনসে দুটি ফ্লাইট রয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ৩টার পর থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব ফ্লাইট অবতরণ করেছে। পাশাপাশি ঢাকা থেকে সিলেটগামী পাঁচটি ফ্লাইট ছেড়ে আসতে পারেনি। একইভাবে সিলেট থেকে ঢাকাগামী একটি ফ্লাইট আটকে গেছে। ফলে বিপাকে পড়েছেন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীরা। এয়ারপোর্টে ভিড় করছেন যাত্রীদের স্বজনেরাও।

বিষয়টি নিশ্চিত সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে জানান, ‘সৌদি আরবের রিয়াদ থেকে ৩৯৬ জন যাত্রী নিয়ে ঢাকাগামী বাংলাদেশ বিমানের বিজি-৩৪০ ফ্লাইট অবতরণ করে বেলা ৩টা ৩১ মিনিটে। ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি যথাক্রমে ১৫৩ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইট সন্ধ্যা ৬টা ৫ মিনিটে, ৭৫ জন যাত্রী নিয়ে মালে থেকে আসা ফ্লাইট ৬টা ২০ মিনিটে অবতরণ করে।’

তিনি আরও বলেন, ‘অগ্নিকাণ্ডের কারণে ঢাকায় ফ্লাইট ওঠানামা সাময়িক বন্দ থাকায় ঢাকা থেকে সিলেটগামী অভ্যন্তরীণ ছয়টি ফ্লাইটের চারটি নির্ধারিত সময়ে ছেড়ে আসতে পারেনি। এই ফ্লাইটগুলো পরে সিলেট থেকে ফিরতি ঢাকায় যাওয়ার কথা ছিল। সিলেট থেকে ছেড়ে যাওয়ার একটি ফ্লাইটও আটকে আছে। এগুলোর ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’

এদিকে, ফ্লাইট সাময়িক বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। বিকেল ৫টায় সিলেট থেকে ওমানের উদ্দেশে একটি ফ্লাইটে রওনা হওয়ার কথা ছিল গোয়াইঘাটের সুজন মিয়ার। দুপুর থেকেই ওসমানী বিমানবন্দরে বসে আছেন। এখন কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

আজ রাত ৮টা ২০ মিনিটে বিমানের ফ্লাইটে ঢাকায় এবং সেখান থেকে সকাল ৮টা ২৫ মিনিটে দুবাই যাবেন কুলাউড়ার মাজহারুল ইসলাম মাজেদ। এই রেমিট্যান্স যোদ্ধাও সন্ধ্যায় এসেছেন ওসমানী এয়ারপোর্টে। ফ্লাইট অনিশ্চিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন।

ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবকের মৃত্যু

সিলেট চেম্বারের নির্বাচন স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

সিলেটে শাহ আরেফিন (র.) মাজার ধ্বংসের হোতা বশর আটক

সংস্কারবিরোধী জোট ভাঙতে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাই কাজ করব: আরিফুল হক চৌধুরী

পাচার ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির অভিযান, যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

লাউয়াছড়া বন থেকে টহল দলের সদস্যের লাশ উদ্ধার

সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, দেড় লাখ টাকা জরিমানা

আগামী নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: ইসি আনোয়ারুল

আদালত চত্বরে সাংবাদিকের ওপর সাদাপাথর লুটের মামলার আসামির হামলা