হোম > সারা দেশ > নেত্রকোণা

অন্তঃসত্ত্বা নারীকে বেধড়ক মারধর, সন্তান নষ্ট হওয়ার শঙ্কা

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে জাহানুর বেগম (৩৮) নামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই নারীর ভাই মোহাম্মদ আলীকেও মারধর করা হয়। মারধরের কারণে রক্তক্ষরণে ওই নারীর পেটে থাকা সন্তান নষ্ট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

মোহনগঞ্জ উপজেলার মানশ্রী বাজারে গত সোমবার এ ঘটনা ঘটে। জাহানুর মধুপুর গ্রামের আলাল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে এখন পর্যন্ত মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

এ ঘটনার পর থানায় মামলা করার জন্য অভিযোগ জমা দিলেও এখনো মামলা হয়নি। গ্রাম্য সালিসে বিষয়টি সমাধান করার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো কিছুই হয়নি।

হাসপাতালে চিকিৎসাধীন জাহানুর বেগম জানান, কিছুদিন আমার ভাই মোহাম্মদ আলীকে কুপিয়ে তার ব্যবসার টাকা ছিনিয়ে নেয় মানশ্রী গ্রামের মামুন, রাসেল, সাকিল, শামীম, সোহেলসহ অন্যান্যরা। এ ঘটনায় মামলা করে আমার ভাই। মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল প্রতিপক্ষের লোকজন।

তিনি বলেন, ঘটনার দিন সন্ধ্যায় মোহনগঞ্জ থেকে বাড়ি ফেরার পথে বাজারে আমার ভাইকে মারধর করছিল প্রতিপক্ষের লোকজন। ঘটনা দেখে ভাইকে বাঁচাতে গেলে তারা আমার ওপর চড়াও হয়। আমাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাদের মারধরে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে এলাকাবাসী আমাকে হাসপাতালে ভর্তি করে।

হামলার শিকার জাহানুরের ভাই মোহাম্মাদ আলী জানান, ওই দিন সন্ধ্যায় বাজারে কাজের লোকদের টাকা পরিশোধ করতে গেলে মামুন, রাসেল, সাকিল, শামীম, সোহেলের নেতৃত্বে ১০-১৫ জন আমাকে মারধর শুরু করে। পরে আমার বোন জাহানুর আমাকে বাঁচাতে এলে তাকেও মারধর করে। জাহানুর অন্তঃস্বত্তা থাকায় মারধরে তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানোয়ার হোসেন বলেন, বিষয়টি গ্রাম্য সালিসে মীমাংসা করার জন্য স্থানীয় চেয়ারম্যানসহ গণ্যমান্যরা দায়িত্ব নিয়েছেন। তবে সরেজমিন ঘটনা তদন্ত করা হয়েছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

মোহনগঞ্জ থানার ওসি রাশেদুল হাসান বলেন, তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নেত্রকোনার বারহাট্টা: নদের তীর দখল করে কারখানা নির্মাণ

শ্রমিক দল নেতার বিরুদ্ধে জেলের নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছাত্রদল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক খেয়ে হাসপাতালে, স্ত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা