হোম > সারা দেশ > নেত্রকোণা

২০০ টাকা বাকি, তাগাদা দেওয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা

নেত্রকোনা প্রতিনিধি

নজরুল ইসলাম। ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় বাকি টাকা চাওয়ায় নজরুল ইসলাম (৩৫) নামে এক চা-দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামের আক্কাস আলীর ছেলে। তাঁর সাত বছর বয়সী একটি মেয়ে ও আড়াই বছরের একটি ছেলে রয়েছে।

অপর দিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক মিয়া (২৫) পলাতক রয়েছেন। তাঁরা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই।

নিহতের পরিবার, স্থানীয় লোকজন ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মানিক প্রায় সময় নজরুলের দোকান থেকে বাকিতে চা খেতেন। কখনোই ঠিকমতো টাকা দিতেন না। বাকি চাইলে উল্টো খেপে যেতেন। সর্বশেষ ২০০ টাকা দেড় বছর ধরে দিচ্ছিলেন না তিনি।

গত বৃহস্পতিবার মানিক দোকানে গেলে পাওনা টাকার তাগাদা দেন নজরুল। এতে মানিকের সঙ্গে ঝগড়া হয় তাঁর। পরদিন (শুক্রবার) দুপুরে পাওনা টাকার তাগাদা দিতে আবার মানিকের বাড়িতে যান নজরুল। এতেও টাকা দেননি মানিক।

ফিরে আসার সময় পথে নির্জন স্থানে নজরুলকে পিটিয়ে গুরুতর জখম করেন মানিক। এতে নজরুলের মাথায় গুরুতর জখম হয়। সেই সঙ্গে বাঁ হাত ভেঙে যায়। আশপাশের লোকজন নজরুলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠান।

অবস্থার অবনতি হলে পরদিন (শনিবার) তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান সেখানকার চিকিৎসক। পরে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে তাঁর নিজ গ্রামে লাশ দাফন করা হয়।

নজরুলের স্ত্রী রুপা আক্তার বলেন, নজরুল একসময় মধ্যপ্রাচ্যে ছিলেন। স্ট্রোক করার কারণে তিন বছর আগে দেশে ফেরেন। জায়গাজমি না থাকায় সংসার নিয়ে বিপদে পড়েন তিনি। পরে বাড়ির সামনে একটি চায়ের দোকান দেন। দোকানের আয় দিয়েই কোনো রকমে সংসার চালাতেন। মানিক দোকান থেকে বাকি খেয়ে আর দিতেন না। অর্থকষ্টে থাকায় ২০০ টাকাই নজরুলের কাছে অনেক ছিল।

রুপা আক্তার আরও বলেন, ‘বাড়ির জায়গাটা ছাড়া আমাদের আর কিছু নেই। দুটো সন্তান নিয়ে আমি কেমন করে চলব। এ ঘটনায় মামলা লিখে থানায় জমা দিচ্ছি। আমি হত্যাকারীর বিচার চাই। যে আমার সন্তানদের এতিম করেছে, তাদের ভবিষ্যৎ কেড়ে নিয়েছে। তার বিচার চাই।’

জানতে চাইলে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এদিকে অভিযুক্ত মানিক মিয়াকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।

নেত্রকোনার বারহাট্টা: নদের তীর দখল করে কারখানা নির্মাণ

শ্রমিক দল নেতার বিরুদ্ধে জেলের নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছাত্রদল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক খেয়ে হাসপাতালে, স্ত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা