নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে করা মামলায় কামরুল ইসলাম খান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।