মাহফুজুর রহমান লিটনের মৃত্যুর ১০ দিন পর করোনার কাছে হার মানল তাঁর স্ত্রী ফারজানা খানম মুক্তা (৪৫)। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বাড়ি নেত্রকোণার সাতপাই এলাকায়।
স্থানীয় ‘করোনাযোদ্ধা’ আলী ইউসুফ বলেন, করোনায় মারা যাওয়া ফারজানা খানম মুক্তার লাশ সকালে টিম আলী ইউসুফের নারী সদস্যরা ময়মনসিংহের ভাটিকাশর গোরস্থানে গোসল ও কাফন পরিয়েছে। পরে তাঁর লাশ নেত্রকোনার সাতপাই পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুঃখজনক ঘটনা। মাত্র ১০ দিন আগে তাঁর স্বামী মাহফুজুর রহমান লিটন করোনায় মারা যান। মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি পূর্বধলার খলিশাউর গ্রামে। তাঁকেও আমরা গোসল এবং কাফন পরিয়েছিলাম। এই দম্পত্তি নিঃসন্তান ছিলেন।
আলী ইউসুফ বলেন, এখনও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। সামনে আমাদের জন্য আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। হাসপাতালে মৃত্যুর সংখ্যা কমাতে হলে অক্সিজেন সরবরাহ বাড়াতে হবে। অক্সিজেনের বড় ধরনের স্বল্পতা রয়েছে।