নেত্রকোনার খালিয়াজুরীতে একইদিনে হাওরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হল, উপজেলার আদাউড়া গ্রামের জীবন সরকারের মেয়ে শ্রীয়সী সরকার (২) ও উপজেলার নুরালীপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২)।
শ্রীয়সীর মা সোমা রানী জানান, আজ সকালে শ্রীয়সীকে খুঁজে পাওয়া যাচ্ছি না। অনেক খোঁজাখুঁজির পর তাকে বাড়ির সামনে পানিতে ভাসতে দেখা যায়। পরে দ্রুত উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রীয়সীকে মৃত ঘোষণা করে।
তরিকুলের পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির লোকজন অন্য একজনের মৃত্যু নিয়ে ব্যস্ত থাকায় তরিকুল খেলার চলে পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, পারিবারিক অসাবধানতার কারণে এ ধরনের মৃত্যুর ঘটনা ঘটছে।