হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় কলেজশিক্ষকের লাশ উদ্ধার, থানায় হত্যা মামলা

নেত্রকোনা প্রতিনিধি

দিলীপ কুমার রায়। ছবি: সংগৃহীত

নেত্রকোনা শহরের বড় বাজার এলাকায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক দিলীপ কুমার রায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গতকাল রোববার রাতে নিহতের স্ত্রী নিভা রানী সাহা থানায় হত্যা মামলা করেছেন।

মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ। তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে শুক্রবার সকাল ১০টার মধ্যে কোনো এক সময়ে দুর্বৃত্তরা আবু আব্বাস ডিগ্রি কলেজের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক দিলীপ কুমার রায়কে বড় বাজারের নিজের বাসায় হত্যা করে ফেলে রেখে যায়। পরে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

ওসি কাজী শাহনেওয়াজ বলেন, স্ত্রী নিভা রানী সাহা কয়েক দিন আগে ঢাকায় ছেলের বাসায় বেড়াতে যাওয়ার পর থেকে বাসায় একাই ছিলেন দিলীপ কুমার। গত শুক্রবার সকাল ১০টার দিকে নিভা রানী ঢাকা থেকে ফিরে বাসার সামনের ফটকে তালা ঝোলানো দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় বাসার ভেতরে ঢুকে দিলীপের লাশ পড়ে থাকতে দেখেন। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, এখনো এই হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। সব দিক মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়া তদন্ত শুরু করেছে।

নেত্রকোনার বারহাট্টা: নদের তীর দখল করে কারখানা নির্মাণ

শ্রমিক দল নেতার বিরুদ্ধে জেলের নৌকা আটকে চাঁদা দাবির অভিযোগ

দুর্গাপুর সীমান্ত থেকে মালিকবিহীন ২৬৯ বোতল ফেনসিডিল জব্দ

ছাত্রদল নেতাকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার

ঋণের চাপে আত্মগোপনে থাকা কৃষক দল নেতাকে উদ্ধার করল পুলিশ

চাঁদা না পেয়ে ইমামকে মারধর ও স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

পারিবারিক কলহের জেরে স্বামী কীটনাশক খেয়ে হাসপাতালে, স্ত্রীর আত্মহত্যা

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কবিরাজের বিরুদ্ধে মামলা

নেত্রকোনায় তিন সাংবাদিকের হাত কেটে নেওয়ার হুমকি বিএনপি নেতার

বিএনপি নেতার ছেলেকে কুপিয়ে ফেলে গেল দুর্বৃত্তরা