হোম > সারা দেশ > মানিকগঞ্জ

যমুনায় নিখোঁজ অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, ২ শিশু এখনো নিখোঁজ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি 

যমুনায় নিখোঁজ ব্যক্তিদের পেতে সন্ধান চালানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ বর্ষা খাতুনের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর এলাকায় নদীতে লাশটি ভেসে উঠলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পুলিশে খবর দেন।

নিহত বর্ষা আক্তার দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের আবদুল কাদেরের মেয়ে। এর আগে গত বুধবার দুপুরে একই পাড়ার নারী ও শিশুদের একটি দল বাচামারা এলাকার যমুনা নদীতে গোসলে নামে। প্রবল স্রোতে ছয়জন ভেসে গেলে স্থানীয় বাসিন্দারা চারজনকে জীবিত উদ্ধার করলেও বর্ষা খাতুন ও লামিয়া আক্তার (১১) নিখোঁজ ছিল। বর্ষার লাশ উদ্ধার হলেও শিশু লামিয়ার সন্ধান এখনো মেলেনি।

এ ছাড়া একই উপজেলার জিয়নপুর ইউনিয়নের বরটিয়া গ্রামে পৃথক ঘটনায় যমুনায় ভেসে যাওয়া আরও এক শিশু তায়েবা আক্তার (১২) এখনো নিখোঁজ রয়েছে।

বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, সকাল ৭টার দিকে ইসলামপুর এলাকায় নদীতে তরুণীর লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। পরে পরিবার এসে লাশ শনাক্ত করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল-মামুন জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ দুই শিশুর সন্ধানে ফায়ার সার্ভিসের টিম দুই দিন ধরে উদ্ধার অভিযান চালালেও এখনো খোঁজ পাওয়া যায়নি।

ফসলি জমির মাটি কেটে বিক্রি, ড্রেজার জব্দ করলেন এসি ল্যান্ড

মানিকগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে চাকরির সুযোগ

বিয়ের দাবিতে দড়ি হাতে মেয়ের বাড়িতে যুবকের অনশন

মানিকগঞ্জে ছুরিকাঘাতে স্কুলছাত্রকে হত্যা

মানিকগঞ্জে এনজিওকর্মীর লাশ উদ্ধার

২২ ভরি স্বর্ণালংকার লুট, জড়িত দোকানমালিক নিজেই

সিংগাইরে ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই আটক

ডিউটি অফিসার ও নারী কনস্টেবলকে কটূক্তি: বিএনপির ৯ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

ডেরা রিসোর্টকে লাখ টাকা জরিমানা পরিবেশ অধিদপ্তরের

আ.লীগের ঝটিকা মিছিল: মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদ আলীসহ চারজন কারাগারে