হোম > স্বাস্থ্য

নেত্রকোনার জেলা প্রশাসকের করোনা পজিটিভ

প্রতিনিধি, নেত্রকোনা 

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গত শনিবার (২০ মার্চ) করোনা পরীক্ষা করলে স্বামী-স্ত্রী দুজনেরই করোনা পজিটিভ ফলাফল আসে। বর্তমানে তারা য়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎিসাধীন।

রবিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসক কাজী আবদুর রহমান তাঁর শানাক্ত হবার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রথমে কোন লক্ষণই ছিলো না। পরবর্তীতে শরীর ব্যাথা হলে পরীক্ষা করাই। এরপর ফলাফল পজিটিভ আসে। এসময় তিনি সকলকে সচেতন থাকার পরামর্শ দেন।

নেত্রকোনার সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, জেলা প্রশাসকের স্ত্রী কাজি সুমান্না আখতারের করোনার লক্ষণ ছিলো। পরে পরীক্ষা করালে দুজনেরই করোনা শানাক্ত হয়। প্রথম ডোজ টিকা নেয়ার পরেও কেন করোনা আক্রান্ত এ বিষয়ে তিনি বলেন, দ্বিতীয় ডোজের পরে এটি কার্যকর হয়।

তিনি জানান, নেত্রকোনায় গত ১ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত মোট ৩৩১ জন কোভিডের নমুনা দিয়েছেন। এর মধ্যে ১০ জনের পজিটিভ ফলাফল এসেছে। জেলায় সংক্রমণের হার ৩.০১ শতাংশ।

করোনার ভ্যাকসিন নিতে মানুষের অনীহার তথ্য জানিয়ে তিনি বলেন, জেলা সদর হাসপাতালে ৩৬টি কোভিড সিট এবং ৯ টি উপজেলায় ৮০ টি সিট বরাদ্দ দেয়া হয়ছে।

 

ডেঙ্গুতে সংক্রমণ গত মাসের রেকর্ড ছাড়াল, এক দিনে মৃত্যু আরও ৪

দাঁতের যত্নে অবহেলায় হতে পারে বিপদ

স্পন্ডিলাইটিস: মেরুদণ্ডের নীরব ব্যথা

পিরিয়ডের সময় বেশি রক্তপাত হলে করণীয়

অতিরিক্ত প্রোটিন খেলে যে সমস্যা হয়

সাইনাসের সংক্রমণে চোখ ব্যথায় করণীয়

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৫০ ছাড়াল

আপনার টুথব্রাশ ১ কোটি জীবাণুর আখড়া, প্রতিকার কী

৪৫টি কোম্পানির ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে: ঔষধ শিল্প সমিতি

‘সর্বজনীন’ কিডনি তৈরির দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা