১৪ আগস্ট ২০২৫
নিরাপদ ভ্রমণের জন্য করণীয়
গন্তব্য ও স্থানীয় আইন আগে জেনে নিন।
নিরাপদ যাতায়াত ও জরুরি নম্বর প্রস্তুত রাখুন।
দরকারি জিনিস সঙ্গে, বাকিটা হোটেলে রাখুন।
যাত্রা পরিকল্পনা বিশ্বস্ত কাউকে জানান।
ভিড় ও অন্ধকার রাস্তা এড়িয়ে চলুন।
পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে, ভিপিএন ব্যবহার করুন।
ভালো রিভিউওয়ালা হোটেল বুক করুন।
সন্দেহজনক পরিস্থিতি এড়িয়ে চলুন।
পাসপোর্ট-ভিসার কপি রাখুন।
ফার্স্ট এইড কিট ও ওষুধ নিন।
স্থানীয় হাসপাতালের তথ্য রাখুন।