১৯ আগস্ট ২০২৫
জেনে নিন যে ১২ কারনে দাঁতে ব্যথা হয়
ক্যাভিটি বা গহ্বর: এনামেল ক্ষয়ে গহ্বর হলে তীব্র ব্যথা হয়।
ফিলিং পড়ে যাওয়া: পুরোনো ভরাট নষ্ট হলে ঠান্ডা-গরমে দাঁত ব্যথা করে।
অ্যাবসেস: সংক্রমণে দাঁত/মাড়িতে পুঁজ জমে মারাত্মক ব্যথা হয়।
দাঁতের ফাটল: ফাটল থাকলে চিবানোর সময় ব্যথা বাড়ে।
দাঁতের আঘাত: ধাক্কা বা আঘাতে দাঁতের নার্ভ ফুলে যায়, ব্যথা হয়।
আক্কেল দাঁত: উঠতে শুরু করলে চাপ ও ব্যথা অনুভূত হয়।
চোয়ালের জয়েন্ট সমস্যা: মুখ খোলার সময় ক্লিক বা পপ শব্দ শুনলে এটি টিএমজি সমস্যা নির্দেশ করে।
সাইনাস সংক্রমণ: সাইনাস ফুললে ওপরের দাঁতে ব্যথা ছড়িয়ে পড়ে।
মাড়ি সরে যাওয়া: ঠান্ডা-গরম খাবারে দাঁত হঠাৎ ব্যথা করে।
মাড়ির সংক্রমণ: প্ল্যাক বা ইনফেকশনে দাঁতের মতো ব্যথা হয়।
দাঁত চেপে ধরা (গ্রাইন্ডিং) : স্ট্রেসে দাঁত ঘষলে দাঁত-চোয়ালে ব্যথা হয়।
ব্রেস বা অর্থডন্টিক কাজ: দাঁতের তার বা ব্রেসে সাময়িক ব্যথা স্বাভাবিক।