০৭ সেপ্টেম্বর ২০২৫

প্রাকৃতিক উপায়ে স্মৃতিশক্তি বাড়ান

চিনি: বেশি চিনি ও ফ্যাট মস্তিষ্কের কার্যকারিতা কমায়।

মেডিটেশন: মন শান্ত রাখে, স্মৃতি ও মনোযোগ বাড়ায়।

ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত ওজন আলঝেইমারের ঝুঁকি বাড়ায়।

পর্যাপ্ত ঘুমা: অন্তত ৭ ঘণ্টা ঘুম স্মৃতি মজবুত করে।

মস্তিষ্ককে প্রশিক্ষণ: সুডোকু, ক্রসওয়ার্ড, টেট্রিস খেলো।

প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলো: মানসিক চাপ ও ভুলে যাওয়ার ঝুঁকি কমে।

নিয়মিত ব্যায়াম: শারীরিক ও মানসিক দুই দিকই শক্তিশালী হয়।