ঘুমিয়ে পড়ার গান দিয়ে হবে না: মির্জা ফখরুল
ঘুমিয়ে পড়ার গান, প্রেমের গান, এগুলো দিয়ে এখন হবে না। এখন জেগে ওঠার গান শোনাতে হবে। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। এই দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার, নির্যাতন আজকে সমগ্র বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে