গানে মুগ্ধ দর্শক-শ্রোতা
‘চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কী’, ‘ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাকে তোমরা বলো কী’, ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’, ‘জাত গেল জাত গেল বলে একি আজব কারখানা’, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’,...এ রকম একের পর এক বাউল গান শুনে, মন্ত্রমুগ্ধ হয়ে পড়েছিলেন দর্শক-শ্রোতারা।