দুর্গাপূজা হোক শঙ্কামুক্ত
হয় দুর্গতিনাশিনী, অসুরবিনাশিনী। দেবীর আরাধনা করলে জীবন থেকে সব ধরনের দুর্গতি বা দুঃখকষ্ট দূর হবে, শোক-তাপ, জ্বালাযন্ত্রণার অবসান হবে—এই বিশ্বাস থেকেই মন্দিরে মন্দিরে প্রতিমাকে নানা আনুষ্ঠানিকতায় পূজা করা একটি রীতিতে পরিণত হয়েছে। হিন্দুসম্প্রদায়ের মানুষ এই পূজা উপলক্ষে আনন্দ-উৎসবে মেতে ওঠেন এই কদিন।