হিজলায় প্রকাশ্যে মা ইলিশ বিক্রি
বরিশালের হিজলা উপজেলার মেঘনা ও জয়ন্তিকা নদীতে মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে প্রশ্ন উঠেছে উঠেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হিজলা উপজেলা মৎস্য দপ্তর, নৌ-পুলিশ, কোস্টগার্ডের নদীতে ডিউটি নিয়েও রয়েছে সহরিনাথপুর ইউনিয়নে চর আবুপুর ও আশুলী আবুপুরে রাস্তার ওপর মা ইলিশ কেনা বেচার হাট বসে। সেখান থেকে শরীয়তপুর জেলা